পটুয়াখালী আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত,সমৃদ্ধ,আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে,উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৬/১০/২০২৩ খ্রিঃ সকাল নয়টায় পটুয়াখালী অফিসার্স ক্লাবে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সগির সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী।