পিরোজপুরে সংবাদকর্মী ঔষুধ ব্যবসায়ী কতৃক হামলার শিকার

পিরোজপুরে সংবাদকর্মী ঔষুধ ব্যবসায়ী কতৃক হামলার শিকার

পিরোজপুরের ইন্দুরকানীতে দাপুটে ঔষুধ ব্যবসায়ী কতৃক হামলার শিকার হয়েছেন সংবাদকর্মী নাছরুল্লাহ আল কাফী। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। সংবাদকর্মী নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার ও বরিশাল মেট্রো পত্রিকার পিরোজপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানাযায়, ইন্দুরকানী বাজারে আব্দুল্লাহ ফার্মেসী নামে এ প্রতিষ্ঠানের দাপুটে ঔষুধ ব্যবসায়ী মিরাজুলের স্ত্রী ও সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর স্ত্রীর কাছে সেলাই মেশিন বাবদ ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে মিরাজুল ও নাছরুল্লাহ'র মধ্যে কথার কাটাকাটি হয়। এবং মিরাজুল গালাগালি করে একপর্যায়ে সে ভিডিও ধারন করতে গেলে উত্তেজিত হয়ে দাপুটে ঔষুধ ব্যবসায়ী সিরাজুল তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তার ভাই মিরাজুলসহ ৩থেকে ৪জন মিলে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে রানা নামে একজন আহত ব্যক্তিকে নিয়ে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে মিরাজুলের স্ত্রী ৫/৬ শত টাকা পাবে কি না এ বিষয় আমি জানতাম না। হটাৎ আমার কাছে সে টাকা চায় ঔষুধ ব্যবসায়ী মিরাজুল। তখন আমি এসব বিষয় জানিনা বল্লে গালাগালি করে মিরাজুল ও তার ভাই সিরাজুল। তখন আমি তাদেরকে এর আগেও একাধিকবার সাধারণ মানুষদেরকে 'মারধর ও খারাপ আচরণের অভিযোগ আছে' এই প্রশ্ন করে ভিডিও করতে গেলে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে।

অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই। 

সংবাদকর্মীর স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, মিরাজের স্ত্রী হাবিবার সাথে কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল। সেলাই মেশিনে সমস্যা ছিলো। এ সমস্যা ও সেড়ে দেওয়ার কথা বলেছে। তা না হলে অন্য কোথাও বিক্রি করে দেয়ার কথা বলেছে। তার পরেও এমন ঘটনা কেন করেছে। আমি আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে মারধরের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। পাওনা টাকার ঘটনা নিয়ে ভিডিও ধারন করার সময় হামলার শিকার হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ; ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও মিরাজুল এর আগেও ব্যবসায়ী মহারাজ এবং সোহেল নামে এক কলেজ ছাত্রকে ২/৩ বার মারধর করে বিভিন্ন হয়রানি করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে ভুল চিকিৎসা সহ নানা অভিযোগ।