আফগান শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত
রহমত শাহের উইকেট তুলে নিলেন সাকিব
১২:১৮, অক্টোবর ৭
নিজের দ্বিতীয় ওভারে টাইগার দলপতি সাকিব আল হাসান ফিরিয়েছিলেন ইবরাহিম জাদরানকে। এরপর নিজের চতুর্থ ওভারেই তিনি মাঠ ছাড়া করেছেন আফগান টপ অর্ডার রহমত শাহকে। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলেই মিড অফে লিটন দাসের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়তে হয় আফগান এই ব্যাটারকে।
এতে করে ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটল আফগানিস্তানের।
ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে আফগানরা
১২:১৪, অক্টোবর ৭
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত শুরুর পর নবম ওভারে গিয়ে প্রথম উইকেট হারালেও সেটি খুব একটা প্রভাব পড়েনি আফগানদের ব্যাটিংয়ে। জাদরান বিদায় নিলেও রহমত শাহকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গুরবাজ।
১৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটের খরচায় ৮৩ রান।
আফগানদের প্রথম উইকেটের পতন
১১:৪১, অক্টোবর ৭
বাংলাদেশের পেসারদের দেখেশুনে খেলতে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জাদরান ও গুরবাজ। কিন্তু ইনিংসের নবম ওভারে সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিদ হাসানের তালুবন্দি হন ইবরাহিম জাদরান। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ২২ রান।
সেই সুবাদে ৪৭ রানে প্রথম উইকেটের পতন ঘটল আফগনাদের।
শুরু থেকেই দেখেশুনে খেলছে আফগানিস্তান
১১:১৬, অক্টোবর ৭
ধর্মশালায় টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের ওপর শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান।
আফগানিস্তানের একাদশে ওমরজাই
১০:৫০; অক্টোবর ৭
দলে আছেন দুই পেসার নভিন ও ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। রশিদ, মুজিবের সঙ্গে স্পিনে অপশন নবি।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নভিন-উল-হক, ফজলহক ফারুকি
একাদশে রিয়াদ
১০.৩৫; অক্টোবর ৭
দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই—লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার—তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজকে নিয়ে। সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।
বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
১০.৩০; অক্টোবর ৭
বিশ্বকাপ মিশনে নিজেদের টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
স্বাগত
১০.২৫; অক্টোবর ৭
ভারতের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। কিছুদিন আগে এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারও তাদের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে টাইগার বাহিনী।