আমি আর বেশি দিন নেই: নাজমুল হাসান
আজ বেলা বারোটায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে যান তামিম ইকবাল। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে দুজনের বৈঠক। এরপর তামিম বের হয়ে গেলে বোর্ড সভাপতি সাংবাদিকদের কৌতূহল মেটানোর চেষ্টা করেন।
তামিম ইকবাল কী ব্যাপারে কথা বলেছেন, সেটা ওভাবে জানাননি। বরং নিজের ভবিষ্যতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন খুব বেশিদিন বোর্ড প্রধানের দায়িত্ব পালন করতে চান না, 'আমি আর বেশি দিন নেই।'
এছাড়া তামিমের সঙ্গে কী আলাপ হয়েছে তার ব্যাখ্যায় বলেছেন, 'তামিম দুই তিন দিন আগ থেকে বলছিল যে ও আসবে। শেষ যেবার কথা হয়েছিল, বলেছিল যে আপনি অনেক কিছু জানেন না, আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বলেছি ঠিক আছে।'
তবে তামিম আজই সব বলে যেতে পারেননি। আলোচনার বিষয় নাকি অনেক, 'আজকে যে সব বলে গেছে তা না। সময় খুব কম ছিল। আমি ওকে ওই কথা বলেছি, যা আপনাদের অনেক আগে বলেছিলাম, এবার আসলে আমি বোর্ডে আসতেই চাইনি। এ ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করে, কেন? কেন? আমি বলেছিলাম দুটো কারণ। এক, আমার সময় নেই। দ্বিতীয়ত, এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা মানুষ পছন্দ করবে না।'
নিজের সে ইচ্ছা এবার বাস্তবায়ন করতে চান বোর্ড সভাপতি। তবে দায়িত্ব ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বসে সব ঝামেলা মেটাতে চান, ‘আমরা সব একসাথে সিদ্ধান্ত নেব, যেটা ক্রিকেটের জন্য ভালো হয় (বিপিএলের পর)। আমি আর বেশি দিন নেই। এরপর এক বছর আছে। তবে যাওয়ার আগে নিশ্চিতভাবে আমি টিমটাকে ঠিক করে যাব, মানে যা যা করা দরকার করে যাব। সেটা ঠিক হবে কি না, আমি জানি না।’
শুধু তামিম ইকবাল নয়, দল সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলেই সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি, ‘আমি যেটা মনে করি যেটা করা দরকার করব, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নেব। আমি আসলে একজন একটা কথা বলবে, ওটা শুনে সিদ্ধান্ত নেব এটার মধ্যে নেই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। এখন আমি জানি না অনেক কিছু, সেটা তামিমও স্বীকার করল যে আপনি জানেন না।’
ক্রিকেটের স্বার্থে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হলেও নেবেন বোর্ড সভাপতি, ‘আমি বললাম আমি আগে সব জেনে নিই, খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি ভেতরে যাব। এরপর যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব, এটাতে করে কে পছন্দ করল বা না করল আমার কিছু আসে যায় না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।’