বাকেরগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে গণমাধ্যকর্মীদের মতবিনিময়

বাকেরগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে গণমাধ্যকর্মীদের মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

মঙ্গলবার (১০ অক্টোবর) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ তিনি এ মতবিনিময় করেন। 

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরে বলেন, বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি ও সামগ্রিক সমৃদ্ধিতে দেশ আজ অপার সম্ভাবনার পথে এগিয়ে চলছে। বাঙ্গালির আকাশছেঁায়া স্বপ্ন-পদ্মা সেতু, মেট্রোরেল, কমিউনিটি ক্লিনিক, ৫৬০টি মডেল মসজিদ, ঘরে ঘরে বিদ্যুৎ, কর্ণফুলি টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল, পদ্মা এবং যমুনা নদীতে রেলসেতু নির্মাণসহ অসংখ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নই শুধু নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ঘটেছে এক বৈপ্লবিক পরিবর্তন। দীর্ঘদিনের অমিমাংসিত স্থল ও জলসীমার স্থায়ী সমাধান শেখ হাসিনা সরকারের যুগান্তকারী এক বিস্ময়কর কুটনৈতিক সফলতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে আকাশসীমায়ও এখন বাংলাদেশ স্বমহিমায় সমুজ্জ্বল।

তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, ফেয়ার প্রাইজ কার্ড, উপবৃত্তি, বিনামূল্যে বই, স্বামী পরিত্যক্ত ভাতা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, আশ্রয়ণ-গৃহায়ন প্রকল্প ও সর্বজনীন পেনশন স্কীমসহ ১৪৬টি সামাজিক সুরক্ষা কর্মসূচী প্রনয়ণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন, বাঙ্গালির অতি আপনজন হয়ে উঠেছেন। 

বাকেরগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বর্তমান সরকারের ঈর্ষান্বিত সাফল্যে গোটা দেশ এগিয়ে চললেও আমাদের বাকেরগঞ্জে কাঙ্খিত কিংবা সমান্তরাল উন্নয়ন হয়নি। দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিপুল সম্ভাবনার সকল উপাদান এই জনপদে বিরাজমান থাকা সত্ত্বেও বাকেরগঞ্জ অনেকটা পিছিয়ে রয়েছে। নদী তীরবর্তী অঞ্চল হিসেবে বড় বড় শিল্প-কলকারখানা এখানে সহজেই গড়ে উঠতে পারতো। কিন্তু এসব বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনা, সদিচ্ছা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। সংগতকারনেই আর্থ-সামাজিক অগ্রগতি-সমৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে এখানকার সাধারণ জনগন বহুলাংশে পিছিয়ে আছে। আপনারা জানেন, ঐতিহ্য সমৃদ্ধ বাকেরগঞ্জ একসময় জেলা ছিল, আজ উপজেলায় পরিনত হয়েছে। উপরন্তু এখানে রয়েছে নদীভাঙ্গন, কৃষি অব্যবস্থাপনা ও বেকারত্ব। ফলে অপার সম্ভাবনাময় বাকেরগঞ্জ এবং বাকেরগঞ্জবাসি আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ। ফলশ্রুতিতে এ অঞ্চলে উন্নয়ন কর্মকান্ড ব্যহত হওয়ায় আমাদের দলের প্রতিও এ আসনের মানুষের সমর্থনের ভিত ক্ষতিগ্রস্থ হচ্ছে।