গৌরনদীতে ডায়রিয়ায় শিশুদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ
হাসপাতালে ভর্তি ডায়রিয়া আক্রান্ত তিনজন শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুশ করার অভিযোগ পাওয়া গেছে নার্সদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে তিন সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
রোববার (৫ মার্চ) সকালে হাসপাতাল কম্পাউন্ডে বসে উপজেলার বেতগর্ভ গ্রামের বাসিন্দা তসলিম বালী অভিযোগ করে বলেন, তার ৯ মাস বয়সী শিশু তাসিন বালী ডায়রিয়ায় আক্রান্ত হলে শুক্রবার সকালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দায়িত্বরত নার্স শিশু তাসিনের শরীরে একটি সেলাইন পুশ করলে তার (তাসিন) হাত-পা ফুলে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে দেখতে পাই শিশু তাসিনের শরীরে উত্তীর্ণ ডায়রিয়ার সেলাইন পুশ করেছে নার্সরা। তিনি আরও বলেন, হাসপাতাল থেকে যে সেলাইন পুশ করা হয়েছে তার মেয়াদ ছিলো ২০২৩ সালের জানুয়ারী পর্যন্ত। অর্থাৎ মেয়াদ এক মাস আগেই শেষ যাওয়া সেলাইনের পুশ করা হয়েছে।
শাওড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র কান্দিলাল অভিযোগ করে বলেন, তার দেড় বছর বয়সী শিশু সুব্রত কান্দিলাল ডায়রিয়ায় আক্রান্ত হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে সুব্রতের শরীরে ডায়রিয়ার সেলাইন পুশ করার পর হাত-পা ফুলে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে জানতে পারি শিশু সুব্রতের শরীরেও এক মাসের মেয়াদ উত্তীর্ণ ডায়রিয়ার সেলাইন পুশ করেছে নার্সরা। এছাড়াও বিল্বগ্রাম এলাকার শাওন তালুকদারের ৪ বছর বয়সী শিশু আয়ানের শরীরেও মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুশ করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে নার্স ইনচার্জ দুলুফা খানমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলহাজ্ব মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনার তদন্তে ডাঃ বিপুল বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশু তিনজন বর্তমানে সুস্থ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।