আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমীকলীগের উদ্যোগে ১২ অক্টোবর বৃহস্পতি বার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদার সাংবাদিকদের বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বেচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।