চলে গেলেন গরিবের ডাক্তার কামরুন্নাহার

চলে গেলেন গরিবের ডাক্তার কামরুন্নাহার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার সিদ্দিকী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের মধুগঞ্জ এলাকার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

শহরের ডক্টরস ক্লিনিকের মালিক ডা. আবু বক্কর সিদ্দিকীর সহধর্মীনি মরহুম ডা. কামরুন্নাহার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি এলাকায় গরিবের ডাক্তার নামেও খ্যাত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ডা. ফাহিম সিদ্দিক অয়ন ও এক মেয়ে ডা. জাকিয়া সিদ্দিকাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জোহরবাদ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে প্রথম জানাজা ও আসরবাদ তার গ্রামের বাড়ি তিল্লে মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, তিনি কতটা সাধারণ জীবনযাপন করে গেছেন সেটি আপনারা সবাই জানেন। এমন মানুষ এ সমাজে সত্যিই খুব কম দেখা যায়। গরিব-দুঃস্থ মানুষের জন্য সারাজীবন আত্মনিয়োগ করে গেছেন তিনি। প্রকৃত ভালো মানুষ বলতে এই শহরে আমরা তাকেই চিনতাম। অসহায় দরিদ্র কোনো মানুষ তার কাছে গেলে তিনি বিনা টাকায় তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। বিভিন্ন প্রয়োজনে তার কাছে গিয়ে কখনও ফিরে আসেনি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।