চাঁদা না দেয়ায় বেকারী মালিককে কুপিয়ে জখম; ৯৯৯ নাম্বারে ফোন করেও মেলেনি রক্ষা

চাঁদাবাজদের হুমকি থেকে রক্ষা পেতে ৯৯৯ নাম্বার ফোন করে থানা পুলিশের সহযোগিতা চেয়েছিলেন জাকির হোসেন তালুকদার (৫২) নামে এক বেকারী মালিক । কিন্তু সঠিক সময়ে ঘটনাস্থলে পুলিশ না যাওয়ায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে চাঁদাবাজরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিএনপি বাজার এলাকায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকির তালুকদার অভিযোগ করে বলেন, বার্থী ইউনিয়নের বিএনপি বাজার এলাকায় তার বেকারী ব্যবসা রয়েছে। সে সুবাধে স্থানীয় জাকির সরকার ও সরোয়ার সরকার তার (জাকির) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে।
এনিয়ে শনিবার দিবাগত রাতে ৯৯৯ নাম্বারে ফোন করে থানা পুলিশকে বিষয়টি অবগত করেছিলেন জাকির তালুকদার। রবিবার সকালে চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়। গুরুত্বর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।