কালকিনিতে নোটিশ উপেক্ষা করে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ

কালকিনিতে নোটিশ উপেক্ষা করে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ

মো. জাফরুল হাসান, কালকিনি :

নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনিতে মো. হেলাল ফকির নামে এক ব্যক্তি  সরকারি খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই ব্যবসায়ী দোকান ঘরটি নির্মাণ করে আসছেন। এদিকে ওই ব্যবসায়ীকে দোকানঘর নির্মান কাজ বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হলেও দ্রুত গতিতে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালী। এতে করে স্থানীয় সাধারন ব্যবসায়ী ও জনসাধারনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার সকালে দেখা গেছে এ চিত্র।  

এলাকা ও সরেজমিনে দেখা যায়, উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল ফকির দীর্ঘদিন যাবত ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু ওই ব্যবসায়ী হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি জমিতে একটি বহুতল দোকানঘর নির্মানের কাজ শুরু করেন। খবর পেয়ে তার দোকানের নির্মান কাজ বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু ওই ব্যবসায়ী প্রশাসনেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার দোকনঘর নির্মান কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। এতে করে স্থানীয় সাধারন ব্যবসায়ী ও জনসাধারনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদানের পরে সরকারি জমিতে দোকান নির্মানের সাহস পায় কি করে। এটা একটা রহস্য জনক ঘটনা মনে হচ্ছে।  

অভিযুক্ত হেলাল ফকির বলেন, নোটিশ পেয়ে আমি এ্যাসিল্যান্ড অফিসে দেখা করেছি। আর আমার টাকা দিয়ে আমি বিল্ডিং করবো এটা আবার কার কাছে কৈফত দিবো। 

ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আব্দুল ওহাব বলেন, ‘হেলাল ফকির যে জায়গাটি দখল করে নতুন দোকান নির্মাণ করছেন সে জায়গাটি সরকারের। জায়গাটির মধ্যে যেন দোকানঘর নির্মাণ না করা হয় সে জন্য তাকে নোটিশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, সরকারি নিয়মনীতির বাইরে কাজ করা আইনত দন্ডনীয় অপরাধ। সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।