‘প্রাণনাশের ঝুঁকিতে থাকা আলভেসকে অন্য জেলে পাঠাল পুলিশ

‘প্রাণনাশের ঝুঁকিতে থাকা আলভেসকে অন্য জেলে পাঠাল পুলিশ

সম্প্রতি যৌন কেলেঙ্কারিতে পড়ে স্পেনে পুলিশের কাছে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেস। গ্রেপ্তারের পরপরই ৩৯ বছর বয়সী আলভেসকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সেখানে গিয়েও রক্ষা হয়নি সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডারের। কারাগারের মধ্যেও রয়েছেন প্রাণনাশের ঝুঁকিতে!

ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা আলভেসকে নিরাপত্তার কারণে জেলে পাঠানোর কয়েক দিনের মাথায় অন্য জেলে স্থানান্তরিত করা হয়েছে।

স্পেনের যে জেলে বন্দি ছিলেন আলভেস, সেটিতে ২০০’র বেশি আসামি বন্দি রয়েছেন। এদের বেশির ভাগই হিংসাত্মক অপরাধের জেরে বন্দি। তাদের জেলের মধ্যে মারপিটও লেগে থাকে। সেই জেলে ইতোমধ্যেই তিন রাত কাটিয়েছেন সেলেসাও তারকা। তবে সোমবার রাতের দিকে তাকে অন্য একটি জেলে স্থানান্তরিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্পেনের পুলিশ সরাসরি স্বীকার না করলেও যে জেলে আলভেসকে রাখা হয়েছিল সেটি বিপজ্জনক বলে দাবি করছে। সেখানে তাকে বেশি দিন রাখা হলে জীবন হারানোর মতো ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে তারা। তাই ব্রাজিলিয়ান তারকাকে অন্যত্র সরানো হয়েছে।

আলভেসকে এবার যে জেলে রাখা হয়েছে সেটি আয়তনে বেশ ছোট। ওই জেলে যারা রয়েছে, তারাও আগের তুলনায় বেশ নিরাপদ। তাই কর্তৃপক্ষের আলভেসকে নজরে রাখতে কোনো সমস্যা হবে না।

এদিকে গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। যার কারণে গত শুক্রবার স্পেনের পুলিশ স্টেশনে হাজিরা দিতে যান আলভেসক। তবে জেরার মুখে পড়ে গ্রেপ্তার করা হয় এই ফুটবলারকে। পরে আদালতে হাজির করানো হলে বিচারক জামিন অযোগ্য ধারা দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেন।

আলভেসের আইনজীবী জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেন। আলভেস একবার ছাড়া পেলে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা আদালতের। তাই তাকে জামিন অযোগ্য ধারা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। যদিও শুরু থেকেই তার ওপর আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন ক্লাব ফুটবলের এই কিংবদন্তি।