ফুটবল খেলার সময় বজ্রপাত, প্রাণ গেল ২ কিশোরের
সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা জয়শ্রী ইউনিয়নের শান্তিপুরের হাওরে মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের শফিকুল মিয়ার ছেলে পলাশ মিয়া (১৬) ও একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের শামছুল হকের ছেলে তুহাসিন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের একটি মাঠে ফুটবল ম্যাচ হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে পলাশ ও তোয়াসিন ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ‘বজ্রপাতে ২ জন মারা গেছেন। আবহাওয়া খারাপ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি।’