চিরিরবন্দরে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেপ্তার
দিনাজপুরে চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের সাথে সরাসরি জড়িত আল আমিন (২৬) ও রুবেল ইসলামকে (৩০) গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে উপস্থিত করে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সংবাদ সম্মেলনে দুইজনকে গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করে বলেন, এই গণধর্ষণের সাথে আরও তিনজন সরাসরি জড়িত আছে। তাদেরকেও পুলিশ স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হবে।
ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি আল আমিন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চত্বরের মাঝাপাড়া গ্রামের আব্দুল গনি ওরফে দুলুর ছেলে। অপর ধর্ষক রুবেল ইসলাম চিরিরবন্দর উপজেলা চত্বরের লেককলোনির মকবুল হোসেনের ছেলে। তাদেরকে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন শিকদার প্রমুখ।
পুলিশ সুপার বলেন, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১ থেকে ২টা পর্যন্ত চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের সরকারপাড়ারস্থ মাঝাপাড়া পুরাতন জামে মসজিদের নামে দানকৃত জমির ধানক্ষেতে ওই তরুণীকে মো. মুবিন (২৩), আল আমিন (২৬), সাব্বির হোসেন (২৭), রাব্বিসহ (২৬) আরও অজ্ঞাতরা মিলে গণধর্ষণ করে।
৯৯৯-তে ফোন পাওয়ার পর ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ নভেম্বর ভিকটিমের বড় বোন বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন।