কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উদ্যোগে প্রভাতফেরি

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উদ্যোগে প্রভাতফেরি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে হলো প্রভাতফেরি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পার্ক সার্কাসের বাংলাদেশ লাইব্রেরির সামনে থেকে শুরু হয় শোকযাত্রা। দূতাবাস কর্মকর্তা, তাদের পরিবারের সদস্যরা ছাড়াও হাজারও মানুষ অংশ নেন সেই পদযাত্রায়। মিন্টো পার্কের বাংলাদেশ দূতাবাসে গিয়ে তা শেষ হয়। শহীদ মিনারে ফুলের মাধ্যমে জানানো হয় শ্রদ্ধা।

দিনটি উপলক্ষ্যে উপ-দূতাবাসে অর্ধনমিত রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। মুজিব চিরঞ্জীবি প্রাঙ্গনে অর্পণ করা হয় পুষ্পস্তবক। দিনভর থাকছে নানা সাংস্কৃতিক কর্মসূচি। এছাড়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দিনটি স্মরণ করছে বিভিন্ন সংস্থা ও রাজ্য সরকার।