পাকিস্তানে ঝুলন্ত ক্যাবল কারে আটকে পড়া সকলকে উদ্ধার

পাকিস্তানে ঝুলন্ত ক্যাবল কারে আটকে পড়া সকলকে উদ্ধার

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ায় ঝুলন্ত ক্যাবল কারে আটকে পড়া সকল আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ছয় জনের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে, বাকি দুই জন প্রাপ্তবয়স্ক। খবর বিবিসির।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) ক্যাবল কারে চড়ে স্কুলে যাচ্ছিলেন তারা। স্থানীয় সময় সকাল ৯টায় গিরিখাতের ৯০০ ফুট উপরে মাঝপথে ক্যাবল কারের দুইটি তারের মধ্যে একটি ছিঁড়ে যায়। এরপর যাত্রীরা ঝুলন্ত ক্যাবল কারে আটকা পড়ে।

এরপর পাকিস্তান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের অনুরোধে চার ঘণ্টা পর দেশটির সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্স হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে নামে। এসএসজি সৈন্যদের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট এবং পাকিস্তান বিমানবাহিনী এই অভিযানে যুক্ত ছিল।

উদ্ধার অভিযান শেষে টুইট বার্তায় পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার কাকার বলেন, আলহামদুলিল্লাহ, সকল শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে জেনে স্বস্তিবোধ করছি।

উল্লেখ্য, পাকিস্তানের উত্তরে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের গ্রামের বাসিন্দারা সাধারণত ক্যাবল কারের মাধ্যমে যাতায়াত করে থাকেন। বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় এই অঞ্চলের প্রায় ১৫০ শিক্ষার্থী প্রতিদিন ক্যাবল কারে চড়ে স্কুলে যায়। গতকালও স্কুলে যাওয়ার পথেই এই বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়ে ৮ শিক্ষার্থী। তারা সকলেই স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় বাতাঙ্গি পশতুর শিক্ষার্থী।