আমাকে ভয় পায় বলেই বিচারবিভাগকে ব্যবহার করা হচ্ছে: ট্রাম্প

আমাকে ভয় পায় বলেই বিচারবিভাগকে ব্যবহার করা হচ্ছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায় বলেই তার বিরুদ্ধে বিচারবিভাগকে ব্যবহার করছে ডেমোক্র্যাটরা। শনিবার (৫ আগস্ট) রিপাবলিকানদের এক সমাবেশে দেয়া ভাষণে নিজেই এ দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

তিনি বলেন, কট্টরপন্থি ডেমোক্র্যাটরা যতবার আমার বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ নেয়, সেটি আমার প্রতি সম্মানের নজির হিসেবে ধরে নেই। কারণ তারা আমাকে ভয় পায়। আমেরিকাকে আবার মহান বানানোর চেষ্টাকে শত্রুপক্ষ ঠেকাতে চায়। কথা দিচ্ছি, আমাকে যদি আবার হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ করে দেন, আমেরিকাকে আবারও মুক্ত অঞ্চলে পরিণত করবো।