ন্যাটোকে আল্টিমেটাম দিলেন জেলেনস্কি

ন্যাটোকে আল্টিমেটাম দিলেন জেলেনস্কি

ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্তির জন্য গত মঙ্গলবার এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে শর্ত ছুঁড়ে দিয়েছিলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তারই জেরে এবার ন্যাটোকে আল্টিমেটাম দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগামী ১১ ও ১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা। এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝোভকা। তিনি বলেন, ন্যাটো যদি তার শর্ত প্রত্যাহার করে নেয় এবং এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, কেবল তাহলেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি্।

গণমাধ্যমকে ঝোভকা বলেন, “ভিলিনাসের সম্মেলন নিয়ে এতদিন আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশা করেছিলাম, এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।”

উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই শুধু ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে; তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এই যুদ্ধে জয়ী হতে হবে।

এ পর্যন্ত কয়েকবার ন্যাটো জোটের সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন; সর্বশেষ আবেদন জানিয়েছে গত বছর অক্টোবরে, রুশ বাহিনীর কাছে ডোনেটস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের কর্তৃত্ব ও দখল হারানোর পর। ইউক্রেন আশা করেছিল, জুলাইয়ের সম্মেলনেই এই জোটের সদস্য পদ পাওয়া যাবে।