আগৈলঝাড়ায় অভাব অনটনের হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

আগৈলঝাড়ায় অভাব অনটনের হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

আহাদ তালুকদার : বরিশালের আগৈলঝাড়ায় অভাব অনটনের হতাশায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম মৃত ব্যক্তির স্ত্রীর দায়ের করা অপমৃত্যু মামলার বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের অমল দাস (৪০) তার স্ত্রী সুবর্ণা দাসকে গত ৩১ জুলাই তার বাবার বাড়ি বড় মগড়া গ্রামের রেখে আসে। স্ত্রীকে বাবার বাড়ি রেখে বাড়িতে একাই থাকতো অমল দাস।

শনিবার দুপুরে স্বামী অমলের খোঁজ নেয়ার জন্য স্ত্রী সুবর্ণা ফোন করলে অমল ফোন না ধরায় সুবর্ণা তার মাসতুতো ভাই বাশাইল গ্রামের অপূর্ব গাইনকে অমলের খোঁজ নিতে বলে।

অপূর্ব শনিবার বিকেলে অমলের খোঁজ নিতে তার বাড়ি গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে অমল দাসকে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মৃত অমলের স্ত্রী সুবর্ণা জানায়, সংসারে অভাব অনটন ও টাকা পয়সার সংকটের কারনে হতাশাগ্রস্থ হয়েই তার স্বামী আত্মহত্যা করতে পারে।

খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমলের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অমলের স্ত্রী সুবর্ণা দাস বাদী হয়ে রাতেই থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। রবিবার সকালে অমলের লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।