মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জেলহাজতে

মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জেলহাজতে

পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছেন আলাদাত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন।

জসীম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।

জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাতজনকে আসামি করে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলা নম্বর সি আর- ১০৫৯/২০২২

আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারে ভিকটিম আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিকে মিথ্যা মামলার বাদীকে জেলহাজতে পাঠানোই বিচার প্রত্যাশীদের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে।