পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর সেতুর উত্তর পাড়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রোজা বিনতে রিয়া মণি নামের ছয় বছরের শিশু কন্যা ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় মৃত রোজার মা জেসমিন বেগম (৩০) বড় ভাই জোনায়েদ (১৩) ও অপর যাত্রী মো. জাকির হোসেন (৩৮)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পটুয়াখালী ব্রীজের উত্তরপাড়ে যাত্রীবাহী ইকোনো পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গাড়িটির চালক এবং হেল্পার চিকিৎসাধীন বলে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
অপর গুরুতর আহত রোজার পিতা মো. রিয়াজুল ইসলাম (৩৫), মাইন উদ্দিন (৩০), মুছা মিয়া (৫২), আজাহার মিয়া (৪৫), মো. সেলিম (৩৮), মো. ইউনুস আলী (৪২), দুখিরাম (৫০), মো. মামুন মিয়া (৩৭), খালেক (৩৮), কামরুজ্জামান গিয়াস (৩৫), মো. ইব্রাহীম (৩৪), নাজমুল হাসান (৩০), মোহাম্মদ মির্জা (৩৩) ও সুমন (২২) নামের ১৪ জন যাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জান জানান, পুলিশ তাদের রেফার দিয়ে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে এসেছে। বাসের চালক ও হেলপার আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। অপরদিকে মৃত রোজার সুরাতহাল রিপোর্ট সম্পন্ন করে পোস্টমর্টেম’র জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।