বরিশাল-৬ : আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন মুতিউর রহমান বাদশা

আসন্ন দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেন একসময়ের জনপ্রিয় ছাত্রনেতা বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।
আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমাদান শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে সংখিপ্ত বক্তব্যে বিশ্বাস মুতিয়ার রহমান বাদশা দেশবাসী ও বাকেরগঞ্জ উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারেন।