গৌরনদীতে বাংলা নববর্ষ উদযাপন

গৌরনদীতে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে শহীদ সুকান্ত বাবু মিলায়তনে উপজেলা নির্বাহি অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখি, উপজেলা শিক্ষা অফিসার চুন্নু ফকির সহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।