বরিশালে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান মিজান।।
বিক্রম আকাশ - বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট সভাপতির নির্বাচিত হয়েও তার ( মিজান) পথচলা থেমে থাকেনি। জেলা পর্যায়েও বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সদস্য সভাপতি হিসেবে ভাগ্য নির্ধারনে শ্রেষ্টত্বের রাজটিকা পরেছেন তিনি। (মিজানুর রহমান মিজান।) ।
সম্প্রতি শ্রেষ্ট সভাপতির ভাগ্য নির্ধারনের ক্ষেত্রে সকল যাচাই বাচাই করন প্রকৃয়ার কার্যক্রম চুরান্ত করে মিজানুর রহমান মিজানের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে জেলা পর্যায়েও তার বিকল্প ছারা অন্য কাউকে শ্রেষ্ট সভাপতি নির্ধারন করা সম্ভব না হওয়ায় তার বিদ্যালয় পরিচালনা ক্ষেত্রে সকল গুনে গুণান্বিত হয়ে অন্য কাউকে চিন্তা না করে সার্বিক দিক বিবেচনা করে জেলা পর্যায়েও মিজানকেই প্রাধন্য দিয়ে শ্রেষ্ট সভাপতির স্হানে বসিয়ে তার নামের ফলাফল ঘোষণা করেছেন বরিশাল জেলা পরিষদের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা।।
বরিশালের দশটি উপজেলার ১২৫০ টি বিদ্যালেয়ের মধ্যে ব্যবস্হাপনা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে প্রতিযোগিতা মুলক সর্ব প্রথম স্হানে নামের তালিকা দখল করে নেন পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বাবুগঞ্জের জাহাঙ্গির নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও দানবীয় আলহাজ্ব মো: মিজানুর রহমান মিজান। এতে ওই ইউনিয়ন মানুষের মধ্যে ব্যাপক আনন্দের সারা যুগিয়েছে বলে লক্ষ করা গেছে।
বিদ্যালয়ের সভাপতি মো: মিজান বলেন, যতদিন বেঁচে আছি ততদিন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তষ্টি লাভের জন্য মানব সেবার মধ্য দিয়েই বাকি জীবন গুলি উৎসর্গ করে ইজ্জতের সাথে বেঁচে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এবং মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গিত করতে পারি এমনটই প্রত্যাশা করেন এই মহত ব্যাক্তি মিজান।।