অসময়ের বজ্রপাতে ২০ জনের মৃত্যু
ভারতের গুজরাটে অসময়ের বৃষ্টি ও বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ছাড়াও আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গুজরাটের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, রোববার রাজ্যটির ২৫২টি মহকুমার মধ্যে ২৩৪টির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৬টি জেলায় ভারী বৃষ্টি রেকর্ড করা হয়। সোমবারের মধ্যে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার রাজ্যটির দাহোদ জেলায় চারজন, ভারুচে তিনজন, টাপিতে দুইজন ও আহমেদাবাদ, আমরেলি, বনাসকাণ্ঠ, বোটাদ, খেরা, মেহসানা, পঞ্চমহল, সবরকণ্ঠ, সুরাট, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকা জেলায় একজন করে নিহত হয়েছে।
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার আরও জানিয়েছে, অসময়ে গুজরাটজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে শনিবার আরও আটজনের মৃত্যু হয়েছে। কিছু এলাকায় এ দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে।
গুজরাটে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, গুজরাটের বিভিন্ন জেলায় বাজ পড়ে এতজনের মৃত্যু হওয়ায় আমি শোকার্ত। আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ত্রাণের কাজ করছে।
এদিকে গুজরাটের কিছু অংশে সোমবারও দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।