জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
দুই দিন ভয়াবহ তাণ্ডবের পর জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। তবে এখনও পুরোপুরি শান্ত হয়নি দখলকৃত পশ্চিম তীরের শহরটি। বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে গোলাগুলি-বিস্ফোরণের আওয়াজ। খবর রয়টার্সের।
জেনিনে দুই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনার। মঙ্গলবার (৪ জুলাই) রাত থেকে শুরু হয় সেনা সরিয়ে নেয়ার কার্যক্রম।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন, ইসরায়েলি সেনাদের জেনিন মিশন শেষের পথে। তবে এটাই শেষ অভিযান নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তেল আবিবের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার ধ্বংসই অভিযানের উদ্দেশ্য। এর আগে গাজা থেকে ছোঁড়া ৫টি রকেট ভূপাতিতের দাবি করে নেতানিয়াহু প্রশাসন।
মঙ্গলবার তেল আবিবে ছুরিকাঘাতে ৭জন আহতের ঘটনাকে, জেনিনে অভিযানের প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।