হামাসের আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলে হামাসের অভিযানে ড্রোন হামলার নির্দেশদাতা আসেম আবু রাকাবাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনার অন্যতম সদস্য ছিলেন তিনি। হামাস যোদ্ধাদের প্যারাগ্লাইডারে ইসরায়েলে প্রবেশ করার নির্দেশও দিয়েছিলেন তিনি। শনিবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) বলেছে, হামাসের বিমান অভিযানের প্রধান আসাম আবু রাকাবাকে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা আঘাত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ইউএভি (মানবহীন আকাশযান), ড্রোন, প্যারাগ্লাইডার ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আবু রাকাবা।
আবু রাকাবার নিহতের বিষয়ে এখন পর্যন্ত হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাছাড়া আল জাজিরা স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
গাজায় বহুল আলোচিত স্থল অভিযান গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, তিনি অভিযানসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
এদিকে ইসরায়েলি অভিযান জোরদার হওয়ার পর আজ শনিবার হামাস বলেছে, তারা ইসরায়েলি হামলা মোকাবিলার জন্য ‘পূর্ণ শক্তি’ নিয়ে প্রস্তুত আছে।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ২২তম দিনে গড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজার ৯১৩।
জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। অপর দিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।