অপারেশন থিয়েটারে যৌন হয়রানির শিকার নারী সার্জনেরা

অপারেশন থিয়েটারে যৌন হয়রানির শিকার নারী সার্জনেরা

অপারেশন থিয়েটারে পুরুষ সহকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকারের অভিযোগ করেছেন ব্রিটেনের নারী সার্জনেরা। এমনকি সিনিয়র সহকর্মীরা কখনও কখনও ট্রেইনিদের ধর্ষণও করেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের ওপর করা এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

গবেষণার লেখকদের বরাতে বিবিসি জানায়, ট্রেইনি নারী সার্জনদের ওপর সিনিয়র পুরুষ সার্জনদের যৌন হয়রানি দিন দিন বাড়ছে। এমন হতাশাজনক ঘটনা এনএইচএসভুক্ত সরকারি হাসপাতালগুলোতেও ঘটছে। 

ভুক্তভোগী কয়েকজন নারী সার্জন জানিয়েছেন, সার্জারি করার সময় যৌন হয়রানি এবং হেনস্তা এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। অযাচিতভাবে শরীর স্পর্শ তো অহরহ ঘটছে। এমনকি বাড়ি পৌঁছে দেওয়ার সময় ধর্ষণের ঘটনার অভিযোগ করেছেন কেউ কেউ। কোনো কোনো ট্রেইনিকে যৌনতার বিনিময়ে ক্যারিয়ার গড়ে দেওয়ার প্রস্তাব দেয়া হয়। 

ইউনিভার্সিটি অব এক্সেটার, ইউনিভার্সিটি অব সারে, ওয়ার্কিং পার্টি অব সেক্সুয়াল মিসকন্ডাক্ট ইন সার্জারি (ডব্লিউপিএসএমএস) এই গবেষণা করেছে। গবেষকেরা এই গবেষণা প্রতিবেদন বিবিসির সঙ্গে শেয়ার করেছেন। গবেষকদের সহযোগিতা করেছেন যেসব নারী সার্জন তাদের মধ্যে তিন ভাগের প্রায় দুই ভাগই বলেছেন, তাঁদের হয়রানি করা হয়। আর যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন এক তৃতীয়াংশ।

ভুক্তভোগী নারীরা গবেষকদের বলেছেন, গত ৫ বছরে তাঁরা পুরুষ সহকর্মীদের হাতে এমন হয়রানির শিকার হয়েছেন। তবে ক্যারিয়ারের ক্ষতি হওয়ার আশঙ্কায় তাঁরা এ বিষয়ে অভিযোগ করার সাহস পাননি। এ ছাড়া এনএইচএস এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে, তাতেও তাঁদের খুব একটা আস্থা ছিল না।