উত্তর কোরিয়ায় সিগারেট রপ্তানি, ব্রিটিশ আমেরিকান টোবাকোকে ৭ হাজার কোটি টাকা জরিমানা

পৃথিবীর সবচেয়ে বড় তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর একটি ব্রিটিশ আমেরিকান টোবাকোকে (বিএটি) ৬৩৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। নিষেধাজ্ঞার শর্ত ভেঙে উত্তর কোরিয়ায় ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত অলাভজনক কোম্পানির মাধ্যমে সিগারেট রপ্তানি করে বিএটি। খবর: বিবিসি’র।
বাংলাদেশি মুদ্রায় এ জরিমানার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা। ১০ বছরে উত্তর কোরিয়ায় যে পণ্য রপ্তানি করেছে বিএটি, তা বিচার বিভাগে জমা দিতে বলা হয়েছে। বিএটি, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজি) ও অর্থ মন্ত্রণালয়ের বিদেশে সম্পত্তি নিয়ন্ত্রণ বিভাগের মধ্যে লেনদেনটি হবে।
বিএটি প্রধান জ্যাক বাওয়েলস বলেছেন, ‘নিয়মবহির্ভূত কাজের জন্য আমরা গভীরভাবে দু:খিত।
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৎপরতার কারণে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একজন নিয়মিত ধূমপায়ী। গত বছর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় তামাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে উদ্যোগ নিলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা সফল হয়নি।
উত্তর কোরিয়ায় তামাকজাত পণ্য বিক্রি করার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একই সঙ্গে উত্তর কোরিয়ার ব্যাংকার হিওন-সপ (৩৯), চীনা উদ্যোক্তা কিন গুমিং (৬০) ও হ্যান লিনিন (৪১)।
পিয়ংইয়ং বছরের পর বছর ধরে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় একাধিক দফা কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। তবে এটি কিমকে দেশের অস্ত্র কর্মসূচির বিকাশ অব্যাহত রাখতে বাধা দিতে পারেনি।