৪ দশকে সবচেয়ে ভারি বর্ষণ দিল্লিতে
৪ দশকের মধ্যে সবচেয়ে ভারি বর্ষণ দেখছে ভারতের রাজধানী নয়াদিল্লি। স্থবির স্বাভাবিক জীবনযাত্রা দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। খবর রয়টার্সের।
গেলো ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত লিপিবদ্ধ করা হয়েছে দিল্লিতে। যা ১৯৮২ সালের পর ভারতের রাজধানীর জন্য রেকর্ড। স্বাভাবিক সময়ের তুলনায় ৯ গুণ বেশি বৃষ্টিপাত দেখছে দিল্লিবাসী। এরফলে বেশিরভাগ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কিছু কিছু এলাকায় নেই বিদ্যুৎ। চরম দুর্ভোগে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস দিয়ে বলছে, ১৫ জুলাই পর্যন্ত থাকবে বজ্র্যসহ ভারি বৃষ্টিপাত। পাঞ্জাব, জম্মু-কাশ্মিরও দেখছে আবহাওয়ার এই বৈরী রূপ। গেল দু’দিনে ভারতের উত্তরাঞ্চলে দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের।