সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য; সচিবকে চাকরিচ্যুত করলেন জাপানের প্রধানমন্ত্রী

সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মাসায়োসী আরাই নামের এক সচিবকে বরখাস্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়ো। অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে কাজ করার জন্য ২০২১ সালের অক্টোবরে কিশিদার অফিশিয়াল টিমে সচিব হিসেবে যোগ দেন আরাই। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আরাই জানান, তিনি সমকামীদের ঘৃণা করেন। খবর রয়টার্সের।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কিশিদা জানান, সমকামিতা নিয়ে আরাইয়ের করা মন্তব্য আপত্তিকর। এ ধরনের মন্তব্য বৈচিত্র্যময় সমাজ বাস্তবায়নে তার প্রশাসনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
সমকামীদের নিয়ে আরাই বলেছিলেন, আমি চাই না কোনো সমকামী দম্পতি আমার বাড়ির কাছে থাকুক। এমনকি তিনি বলেন, জাপানে সমকামিতা বৈধতা দিলে কিছু মানুষ দেশ ছেড়ে চলেও যেতে পারে।
এদিকে, একইদিন সাংবাদিকদের তিনি জানান, তার মন্তব্যের কারণে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তিনি তা প্রত্যাহার করে নিতে ইচ্ছুক।