দুই মাসেই ১০ কোটিরও বেশি ব্যবহারকারী পেয়েছে চ্যাটজিপিটি

দুই মাসেই ১০ কোটিরও বেশি ব্যবহারকারী পেয়েছে চ্যাটজিপিটি

উদীয়মান প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। এরমধ্যে আছে স্যানফ্রান্সিস্কো-ভিত্তিক এআই কোম্পানি ওপেনএআইর নতুন চ্যাটবট চ্যাটজিপিটি। যা প্রযুক্তি দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয়।

গত বছরের নভেম্বরে বাজারে আসার পর মাত্র দুই মাসের মধ্যেই মাসে ১০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী পেয়েছে চ্যাটজিপিটি। জনপ্রিয় ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক চালুর ৯ মাস পর এ মাইলফলক অর্জন করেছিল। আর তাই চ্যাটজিপিটিকে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।  বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।

এ বিষয়ে গবেষণাপত্রে বলা হয়েছে, দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে চ্যাটজিপিটির। জানুয়ারি মাসে এক কোটি ৩০ লাখ মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর শুধু জানুয়ারি মাসেই চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে প্রায় ৫৯ কোটিবার।

গবেষণাপত্রে ইউবিএস বিশ্লেষকরা বলেন, ইন্টারনেট অনুসরণের ২০ বছরের মধ্যে, আমরা কোনো ইন্টারনেট অ্যাপের এতো দ্রুত গ্রাহক বৃদ্ধি পেতে দেখিনি।

বাজার বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছাতে ইনস্টাগ্রামের সময় লেগেছিল প্রায় আড়াই বছর।

সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চ্যাটবট এক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীর বলা কথার ওপর ভিত্তি করে মানুষের সঙ্গে কথোপকথন চালানোর উদ্দেশ্যে তৈরি।

২০১৯ সালে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ওপেনএআইয়ে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে। এর মাত্র সাত বছর আগে স্যাম অ্যাল্টম্যান, ইলন মাস্কসহ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।