তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ১৭ লাখ ঘরবাড়ি-স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভোগান্তিতে সাড়ে ৬ কোটি গ্রাহক। খবর রয়টার্সের।

তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে কমপক্ষে ২০ কোটি মানুষ। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন রাজ্য প্রশাসন। পিচ্ছিল রাস্তায় গাড়ি দুর্ঘটনায় নিহত হন তারা। জাতীয়

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, শনিবারও তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। মেইন থেকে সিয়াটল পর্যন্ত জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

ফ্লাইট এওয়ার ওয়েবসাইটের তথ্য অনুসারে, গেলো দু’দিনে বাতিল করা হয়েছে ৬ হাজার ৭০০ বিমান ফ্লাইট। সাড়ে ১১ হাজারের মতো ফ্লাইট দেরিতে গন্তব্যে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ দুই ডজনের মতো ট্রেনের চলাচল। তাছাড়া, নিউইয়র্ক-ইন্ডিয়ানা-মিশিগান ও ওহাইয়ো রাজ্যের মহাসড়কগুলোয় যান চলাচলের ওপর জারি করা হয়েছে সতর্কতা। এরফলে ভোগান্তিতে পড়েছেন ক্রিসমাসের ছুটিতে যাওয়া লাখ-লাখ যাত্রী।