মৃত শিশুদের শনাক্তে শরীরে নাম লিখে রাখছেন ফিলিস্তিনি মা-বাবারা!
ইসরায়েলি হামলায় নিহত হলে দেহ শনাক্তের জন্য অবরুদ্ধ গাজার কিছু অভিভাবক সন্তানদের শরীরে তাদের নাম লিখে রাখছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একজন সাংবাদিকের ভিডিও চিত্রের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে।
ভিডিওগুলো মধ্য গাজার দেইর আল বালাহ শহরের আল আকসা শহীদ হাসপাতালে ধারণ করা হয়েছে। ওই এলাকায় শনিবার থেকে রোববার রাতভর ইসরায়েলি বিমান হামলা হয়েছিল।
ভিডিওগুলোতে দেখা গেছে, এক নবজাতক এবং তিন শিশুর মৃতদেহ পড়ে আছে। শিশুদের গায়ে আরবি ভাষায় তাদের নাম লেখা রয়েছে। চারজনকেই মেঝেতে স্ট্রেচারে রাখা হয়েছে যেটি একটি মর্গ বলে মনে হয়। মর্গটি মৃতদেহে পরিপূর্ণ। ওই শিশুদের বাবা-মা নিহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
ভিডিও ধারণকারী সাংবাদিক জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে শিশুদের শরীরে নাম লিখে রাখার বিষয়টি সাধারণ হয়ে উঠেছে। বিমান হামলার পর গাজার বেশ কয়েকটি হাসপাতালে বিশৃঙ্খল দৃশ্য দেখা গেছে। হাসপাতালগুলোতে রোগী কিংবা মরদেহ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।