গাজা যুদ্ধ বন্ধ না করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে: ইরান পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
গতকাল রবিবার (২২ অক্টোবর) রাজধানী তেহরানে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন
তিনি বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইল এবং তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এখন বারুদের কুণ্ডলী এবং গাজার উপর গণহত্যা চালানো ও সেখানকার জনগণকে উদ্বাস্তু করার যেকোন ভুল হিসাবের জন্য এই অঞ্চলের দেশ এবং যুদ্ধকামীদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট তড়িঘড়ি করে ইসরাইল সফর করেছেন। ইহুদিবাদী সেনারা গাজার বেসামরিক লোকজন ও হাসপাতালগুলোর ওপর যে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে তার প্রতি সমর্থন দিয়েছেন তিনি। আমেরিকা এখন গাজায় প্রক্সি যুদ্ধে জড়িত বলেও মন্তব্য করেন আমির আব্দুল্লাহিয়ান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, "আমি ইহুদবাদী ইসরাইল এবং আমেরিকাকে হুঁশিয়ার করে দিচ্ছি যে, তারা যদি দ্রুত মানবতার বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধ না করে তাহলে যেকোন মুহূর্তেই যেকোন ঘটনা ঘটে যেতে পারে।" তিনি আরো বলেন, যদি পরিস্থিতিনিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে যুদ্ধকামিদেরকে দুর্ভোগ পোহাতে হবে।
সংবাদ সম্মেলনের দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যানডোর বলেন, ফিলিস্তিন সংকটের বিষয়ে ইরান এবং দক্ষিণ আফ্রিকা একই রকমের দৃষ্টিভঙ্গী পোষণ করে। তিনি ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আরো বেশি আন্তরিকতা নিয়ে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান।