মাদারীপুরের ডাসারে দূর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
সার্বজনীন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, ডাসার পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিভূতি ভূষণ বাড়ৈ, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটির সভাপতি বাবু সমির চন্দ্র সরকার, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার,সহ উপজেলার ৪৩ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দূর্গা পুজা উদযাপন উপলক্ষে ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। উৎসবের আমেজকে ঘীরে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন,আপনারা প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন। রাতেরবেলা আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যাহাতে অশ্লীল নৃত্যে রুপ না নেয়।
কোন ধরনের সমস্যা হলে,অবশ্যই উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।