অ্যাম্বুলেন্সে মাদক পাচার!

অ্যাম্বুলেন্সে মাদক পাচার!

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ মাদক পাচারের সময় এমদাদ হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে সোহেল (২৮) নামে অপর মাদক ব্যবসায়ী।

অভিযানের সময় বিসমিল্লাহ অ্যাম্বুলেন্সের ভিতরে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বন্দর উপজেলার বঙ্গশাসন বড়বাড়ী কড়ই বাগানের মাঠে অভিযান চালিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এমদাদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার উত্তর চারতা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকার মৃত তারা মিয়ার ছেলে। অপর পলাতক মাদক ব্যবসায়ী সোহেল গোপালগঞ্জ জেলার তেলিগাতী এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব- ১০ সদর কোম্পানির ডিএডি ওয়ারেন্ট অফিসার মো. সাইদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বঙ্গশাসন বড়বাড়ী কড়ই বাগানের মাঠে কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে করে আনা মাদকের বিশাল চালান আটক করে র‌্যাব। এ সময় এমদাদ নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।