বাউফলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রানী সম্পদ অধিদপ্তরাধীন ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল বাউফল বুধাবার ০৪/১০/২০২৩ খ্রি
টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃপার্থ সারথী দত্ত,ইউ এল ও বাউফল,পটুয়াখালী।আরোও উপস্থিত ছিলেন মঈনুল হক,পৌর নির্বাহী কর্মকর্তা।আব্দুল লতিফ খান বাবুল,প্যানেল মেয়র বাউফল পৌরসভা।ফরহাদ হোসাইন,কাউন্সিলর ৫নং ওয়ার্ড,বাউফল পৌরসভা।মাইনুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী বাউফল পৌরসভা।মানবিন্দু শীল,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। ডাঃআলমগীর,উপসহকারী প্রাণিসম্পদ অধিদপ্তর,বাউফল পটুয়াখালী। এলএসপি মোঃ মাজহারুল হক,ধূলিয়া ইউনিয়ন।
এলএসপি রতন চন্দ্র,বাউফল পৌরসভা।অনুষ্ঠানে ডাঃপার্থ সারথী দত্ত বলেন,বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা(WOAH)২০৩০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ হতে এ রোগ নির্মূলের কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।