কোরআন পোড়ানোয় সুইডেনের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

কোরআন পোড়ানোয় সুইডেনের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে। এ সময় সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানান বিক্ষোভকারীরা। এসময় ডেনমার্কেও ধর্মগ্রন্থের অবমাননা ইস্যুতে সমালোচনা করেন পাকিস্তানিরা। খবর সংবাদ সংস্থা এপি’র।

মূলত, জামিয়াত-ই-উলেমা ইসলাম বা জেইউআইএফ এর ডাকে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। তাতে যোগ দেন ৩ হাজারের বেশি মুসল্লি। তাদের দাবি, বরখাস্ত করা হোক পাকিস্তানে কর্মরত সুইডিশ রাষ্ট্রদূতকে। অন্যান্য মুসলিম দেশকেও একই উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় তারা। পাশাপাশি, সুইডেন থেকে পাকিস্তানের সব কূটনীতিককে ফিরিয়ে আনার দাবিও তোলা হয়।

একদিন আগেই, ডেনিশ বিরোধী নেতা রাসমুস পালুদান এবং তার ৯ সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক। গত একমাস ধরেই পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ইস্যুতে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। তারই অংশ হিসেবে বিক্ষোভ ছড়ালো পাকিস্তানেও।