বার্সার পাঁচ গোলের জয়ে ফেলিক্সের দুই, আতলেতিকোর ড্র
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন দলে নতুন আসা জোয়াও ফেলিক্স।
আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের হতশ্রী পারফরমেন্স বদলাতে শুরু থেকেই আক্রমণাত্মক জাভি শিষ্যরা। ১১ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে লিড নেয় বার্সেলোনা। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন রবার্ট লেভানদোভস্কি। এই গোলের রেশ না কাটতেই আত্মঘাতী গোল করে বার্সাকে আরও একধাপ এগিয়ে দেয় অ্যান্টওয়ার্প।
বিরতির পর স্কোর লাইন ৪-০ করেন গাভি। লেভার অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। আর ৬৬ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলের সাথে দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা।
এদিকে, একই রাতে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বী এক ম্যাচ উপহার দিয়েছে আতলেতিকো মাদ্রিদ-লাৎসিও। এদিন ২৯ মিনিটে পাবলো বারিওসের গোলে এগিয়ে যায় সিমিওনের দল। এরপর যোগ করা সময়ের ৫ মিনিট সমতা ফেরায় লাৎসিও। সেই সমতাসূচক গোলটিও তারা পেয়েছে নাটকীয়ভাবে। লাৎসিও গোলরক্ষক ইভান প্রোভেডেল করেন কাঙ্ক্ষিত গোল। খেলা শেষ হয় ১-১ গোলে।