বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের ছোড়া ইটে মৎস্য কর্মকর্তা আহত; এক নারী গ্রেফতার

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের ছোড়া ইটে মৎস্য কর্মকর্তা আহত; এক নারী গ্রেফতার

রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি॥  

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে জেলেদের ছোড়া ইটের আঘাতে এক মৎস্য কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে  বানারীপাড়া থানায় ৮ জনকে সুনির্দিষ্ট ও ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন-মো. জামাল (৩৬),মো.কামাল (৩৩),মো. রুহুল আমিন (৪০),সাদ্দাম (৩২),মো.কাওছার (২৭) মোসাঃ লাইজু বেগম (২৮), মোসাঃ পারভীন (৩৮),আছিয়া বেগম (৫০)। এছাড়া এ মামলায় আরও ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এদের মধ্যে রোববার দুপুরে উপজেলার দিদিহার গ্রাম থেকে মামলার আসামী আছিয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ।

 এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, মামলা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকী  আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে ।

প্রসঙ্গত, শনিবার  দুপুরে ট্রলার নিয়ে নলশ্রী-দিদিহার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরছিলেন ৬-৭ জন জেলে। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার ট্রলার নিয়ে তাদের আটকে ঘটনাস্থলে যান। টের পেয়ে দ্রুত ট্রলার নিয়ে পূর্ব দিদিহার এলাকার শাখা খালে ঢুকে যান জেলেরা। তাদের ধাওয়া করে সেখানে পৌঁছালে তীর থেকে জেলেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তীরে থাকা জেলেদের ঘর থেকে নারীরাও ইট ছুড়ে মারেন। এতে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার  প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে যায়। তাঁকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক। কিন্তু তিনি পৌঁছানোর আগেই জেলেরা পালিয়ে যান। এ সময় স্থানীয়দের কাছ থেকে হামলাকারী সাত-আটজনের নাম পান তিনি।

এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, হামলাকারীদের সন্ধ্যার মধ্যে থানায় নিয়ে আসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা না আসায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।  ###