গ্রেপ্তারের পর পালাল আসামি, ধানখেতে মিলল হ্যান্ডকাপ

গ্রেপ্তারের পর পালাল আসামি, ধানখেতে মিলল হ্যান্ডকাপ

বরগুনার বেতাগীতে গ্রেপ্তারের পর পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে হাবিব বিশ্বাস নামে একজনের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর বেতাগী থানা পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার নিজবাড়িতে অভিযান চালিয়ে হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যায়। এর তিন ঘণ্টা পর ধানখেত থেকে হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাপসহ পালিয়ে যায় আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।