পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সিনিয়র স্টাফ রিপোর্টার।
অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই বিষয় নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩/১০/২০২৩ খ্রিঃ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসন এর আয়োজনে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও র্যালীতে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক র্সাবিক শেখ আবদুল্লাহ সাদিদ, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও সামাজিক,প্রশাসনিক কর্মকর্তা গন।
আলোচনা সভা শেষে স্থানীয় পিডিএস মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে দুর্যোগ,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহরা প্রদর্শন করা হয়।