প্রবল বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি জেনেও সরতে নারাজ অনেক বাসিন্দা

প্রবল বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি জেনেও সরতে নারাজ অনেক বাসিন্দা

ভারী বৃষ্টির কারণে বান্দরবানে তৈরি হয়েছে ভয়ানক পাহাড় ধসের ঝুঁকি। নিরাপত্তা বিবেচনায় পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়া আহ্বান জানানো হলেও সেখানে ঝুঁকি নিয়েই থাকছেন তারা। এসব অবৈধ বসবাসকারীদের সরাতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হলেও ফল হচ্ছে না তেমন।

স্থানীয় প্রশাসন বলছে, তিনদিন ধরে টানা বর্ষণে যে কোনো সময় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় আছে। তাই নিরাপত্তা নিশ্চিতে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে। তবুও সাড়া নেই পাদদেশে বসবাসকারী এসব অবৈধ বাসিন্দাদের। গত ৫ বছরে পাহাড় ধসে ৬৩ জনের প্রাণ গেলেও টনক নড়ছে না তাদের।

বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি সদরসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব মানুষ। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি হওয়ায় বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ছে। আমরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছি। পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিংও করা হচ্ছে।

পাহাড় ধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে উল্লেখ করে বান্দরবান সদরের নারগিস সুলতানা ইউএনও (ভারপ্রাপ্ত) বলেন, তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা এখনও ঘটেনি। কিছু কিছু স্থানে মাটি ধসে পড়েছে। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেই সাথে স্থানীয়দের সতর্ক করতেও ব্যবস্থা নেয়া হচ্ছে।