জাতীয় পতাকার আদলে শস্যখেত

জাতীয় পতাকার আদলে শস্যখেত

বিজয়ের মাস ডিসেম্বরে শিক্ষকদের সহযোগিতায় অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের (এডিআই) একদল শিক্ষক-শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় পতাকার আদলে শস্যখেত ফুটিয়ে তুলেছেন।

সোমবার (২ জানুয়ারি) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

শিক্ষক ও স্থানীয়রা জানান, শিক্ষার্থীরা মাঠে সবুজ পালং শাক ও লাল শাকের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয় পতাকার প্রতিকৃতি। শস্যখেতে জাতীয় পতাকা তৈরি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান দেখিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের প্রতিও দেখিয়েছেন অবিরাম ভালোবাসা।

শিক্ষার্থীরা জানান, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। এমন চিন্তা মাথায় রেখেই এ বিজয়ের মাসে আমরা শস্যখেত জাতীয় পতাকা বানাতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতেও বঙ্গবন্ধুর ছবি, স্মৃতিসৌধসহ আরেকটি বড় করে বঙ্গবন্ধুর ছবি আঁকা হবে।

এ বিষয়ে শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল আজম খান জানান, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে শিক্ষার্থীদের সবজি দিয়ে জাতীয় পতাকা বানানোর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা বেশ সুন্দরভাবে এটি সম্পন্ন করেছে।