বুড়িমারী স্থলবন্দরে ২ পক্ষের দ্বন্দ্বে ১ সপ্তাহ ধরে বন্ধ আমদানি-রফতানি
শ্রমিক-সর্দার দ্বন্দ্বে এক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে। বন্ধ রয়েছে আমদানি-রফতানি। আটকে পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রমিক ও সর্দার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দু’দিন সীমিত আকারে পণ্য লোড-আনলোড চললেও পরবর্তীতে কাজ পুরোপুরি বন্ধ করে দেন শ্রমিকরা।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতোদিন লেবার হ্যান্ডলিং ঠিকাদার, শ্রমিকদের মজুরির টাকা দিতো সর্দারদের সংগঠনকে। সেই টাকা থেকে শ্রমিক কল্যাণসহ টনপ্রতি কমিশন কেটে রেখে শ্রমিকদের মজুরি দিতেন সর্দাররা। জমা হওয়া টাকার হিসাব, নতুন কমিটি গঠন ও ঠিকাদারের কাছ থেকে সরাসরি মজুরি পাওয়ার দাবি নিয়ে, সর্দারদের সাথে বিরোধ দেখা দেয় শ্রমিকদের। এরই জের ধরে বাধে সংঘর্ষ। বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও আমদানি-রফতানি বন্ধ আছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
বিকেলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হবে বলে আশা ব্যবসায়ীদের।