পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরা হলো না বায়ার্নের
শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে দুই সফল স্পট কিকে ব্যবধান গড়ে দিলেন এসেকিয়েল পালাসিওস। বায়ার লেভারকুজেনের বিপক্ষে হেরে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরা হলো না শিরোপাধারীদের।
প্রতিপক্ষের মাঠে রবিবার (১৯ মার্চ) লিগ ম্যাচে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন। টানা তিন জয়ের পর আসরে তৃতীয় হারের স্বাদ পেল দলটি। আগের দিন কোলনকে ৬-১ গোলে লিগ টেবিলে শীর্ষে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড।
এদিন, ম্যাচের প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের প্রবল চাপের মুখে পড়ে বায়ার্ন। তবে জাল অক্ষত রেখে খেলার ধারার বিপরীতে ২২তম মিনিটে এগিয়ে যায় তারা। জসুয়া কিমিখের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়।
তবে বিরতির পর তাদের হাত থেকে নিয়ন্ত্রণ ছুটে যায়। ৫৫তম মিনিটে প্রথম স্পট কিকে সমতা টানেন পালাসিওস। এরপর ৭৩তম মিনিটে আরেকটি পেনাল্টি পেয়ে জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
এই হারে দ্বিতীয় স্থানে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যেতে হচ্ছে বায়ার্নকে। ২৫ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। আট নম্বরে লেভারকুজেনের পয়েন্ট ৩৭।