সৌদি লিগে দেখা যেতে পারে পগবাকে
এবার সৌদি লিগে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবাকে। গুঞ্জন আছে, আল ইত্তেহাদে বেনজেমা-কন্তেদের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
সম্প্রতি ক্লাবটির অনুশীলন মাঠ পরিদর্শন করতে গেলে পগবাকে নিয়ে এমন খবর প্রকাশ করে গণমাধ্যম। তবে এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। গুঞ্জন সত্যি হলে তিন বছরের চুক্তিতে ১২৮ মিলিয়ন ইউরো পাবেন পগবা। পাশাপাশি অন্য এক খবরে বলা হয়েছে, এই য়্যুভেন্টাস তারকাকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আরেক সৌদি ক্লাব আল আহলি।
এদিকে, ইনজুরির কারণে গেল মৌসুমে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্টাসের হয়ে মাত্র ছয় ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন পগবা। এমতাবস্থায় পগবার সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে য্যুভেন্টাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গোল ডটকম।