জরুরি সভায় বসছে প্রিমিয়ার লিগ কমিটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিরতি রয়েছে। ফলে এখন ক্লাবগুলোর মধ্যবর্তী দলবদল চলছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় লেগের চ্যাম্পিয়নশিপ লিগের আগে প্রিমিয়ার লিগ কমিটি জরুরি সভায় বসছে।
প্রিমিয়ার লিগ কমিটি দুই স্তরে বিভক্ত। বাফুফে সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, চার সহসভাপতি ও দুই নির্বাহী সদস্য নিয়ে গঠিত প্রথম স্তর। আজ সেই প্রথম স্তরের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজকে জরুরি সভা ডাকা হলেও খুব বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা নেই। সভায় প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ফিকশ্চার চূড়ান্ত ও ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পরবর্তী সূচি ঠিক হবে।
এদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েও ক্লাবগুলোর দুঃখ দূর হয়নি। লিগ মৌসুমের অর্ধেক শেষ হয়ে গেলেও ক্লাবগুলো এখনও অংশগ্রহণ ফি পায়নি। এমনকি ফেডারেশন থেকে বলও পায়নি অনেক ক্লাব।
লিগ কমিটির দ্বিতীয় স্তরে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। এই স্তরে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবের প্রতিনিধিরা সদস্য। ফলে তিনিই মূলত ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করেন।