ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সোমবার বেলা ১১টায় ক্ষেতলাল পৌর শহরের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাটির চালক। বাকি চারজন অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা। 

তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।