গুরি গুরি বৃষ্টি; শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন

গুরি গুরি বৃষ্টি; শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন

বরিশালের  গৌরনদী-আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে গুরি গুরি বৃষ্টির কারনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। হঠাৎ শৈতপ্রবাহ ও শীতের প্রভাব বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রাম গুলোতে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। কম দেখা মিলছে সূর্যের মুখ। তবে এখন পর্যন্ত সরকারী ভাবে পর্যাপ্ত পরিমান শীতবস্ত্র বিতরণ করা হয়নি। 

বুধবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রিক্সা-ভ্যান চালকসহ দিনমজুর, হতদরিদ্র ও ছিন্নমুল মানুষেরা তীব্র শীত ও শৈতপ্রবাহ থেকে একটু পরিত্রান পাওয়ার জন্য সকালে বিভিন্ন রাস্তার মোড়ে খরকুটা দিয়ে আগুন জ্বালিয়ে একটু উত্তাপ পাওয়ার চেষ্টা করছেন। 

এদিকে হাট, বাজারসহ উপজেলার বিভিন্ন মোড়ে তীব্র শৈত প্রবাহের কারনে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতের এই সময়টায় তাদের খুব কষ্ট হয়। রাতে বৃষ্টির কারনে সকালে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। বৃষ্টি ও আকস্মিক এই শৈত্য প্রবাহ একটু উষ্ণতার খোঁজে উপজেলাবাসী তাই ছুটছে গরম কাপড় গুলোর দোকানে। অভিজাত বিপণি গুলোতে বিত্তবানরা ও মধ্যবিত্তরা ভিড় করলেও দিনমজুরসহ হতদরিদ্র ও প্রান্তিক মানুষেরা ভিড় জমিয়েছেন ফুটপাতের দোকান গুলোতে। তাও আবার শীতের কাপড় গতবছরের চেয়ে এবছর দাম অনেক বেশী।